24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১২ মার্চ নির্বাচিত প্রার্থীদের তাদের নিজ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সশরীরে যোগদান করতে হবে।

আজ সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় গ্রুপের (ঢাকা-চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো।

এতে বলা হয়, নির্বাচিত প্রার্থীদের; যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের অনুকূলে ৪ মার্চ নিয়োগপত্র জারি করা হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১২ মার্চের মধ্যে যোগদান করতে হবে।

প্রার্থীদের পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম ১৩ মার্চ জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ এবং একই দিনে পদায়ন আদেশ জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

এনএ/

দেখুন: শুরু হতে পারে তৃতীয় বি/শ্ব/যু/দ্ধ! কিমের ভয়ংকর সিদ্ধান্তে কাঁপছে যু/ক্ত/রা/ষ্ট্র?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন