১৫/১১/২০২৫, ২০:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি তুলে। এরপর বিকাল ৪টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন।

তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে এবং পরে এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের দিকে ফিরে যান।

বিজ্ঞাপন

পড়ুন : http://দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন