28 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

নতুন অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ টাকার বাজেটে দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদে নিজের জীবনের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন তিনি। যা আওয়ামী লীগ সরকারের ২১তম বাজেট। নির্বাচনের পর নতুন সরকারের প্রথম এই দলিলেই, আপোস করা হচ্ছে কালো টাকার মালিকদের সঙ্গে।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমন সময় বাজেট নিয়ে এলেন, যখন অর্থনীতির কোনো সূচকই স্বস্তিতে নেই। সবচেয়ে বেশি সংকট, নিত্যপণ্যের দামে। গত আড়াই বছর ধরে, যা মানুষকে কষ্ট দিচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট দিতে গিয়ে তাই বেশ চাপেই ছিলেন, এক সময়ের ঝানু কূটনীতিক, বর্তমান অর্থমন্ত্রী। মাথায় ছিলো সংকটের ঝাপি, খুঁজেছেন পরিত্রাণ। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক প্রক্রিয়ায় সংকটের উত্তরণ খোঁজা, পরিতাপের।

আয়ের সুযোগ কম, তাই জীবনের প্রথম বাজেট দিতে এসে, খরচের খাতা এবার ছোট করতে হচ্ছে। ৮২ বছর বয়সী মন্ত্রী, আপোস করেছেন কালো টাকার মালিকদের সঙ্গে। মূল্যস্ফীতি নামাতে চান সাড়ে ৬ শতাংশে। তবে, দিতে যাচ্ছেন করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার প্রস্তাব।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী, ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা সাজিয়েছেন। যার বড় অংশ জোগান দেবে এনবিআর। অনেকটা অর্থ ধারদেনা করবেন নতুন করে। নজর রয়েছে সহজ করের খাতে।

ব্যয়ের বড় খাত পরিচালন খরচ, এখানে বরাদ্দ প্রস্তাব ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে। সরকারি কর্মচারীদের বেতন আর সুদে চলে যাবে বিপুল তহবিল। স্থানীয় ঋণের সুদে নতুন বাজেটে বরাদ্দ ৯৩ হাজার কোটি টাকা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন