১৩/০৬/২০২৫, ১৩:২৫ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:২৫ অপরাহ্ণ

ফরিদপুরে যুবদল নেতার বিরুদ্ধে মন্দিরের গাছ বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি মন্দিরের মালিকানাধীন লক্ষাধিক টাকার মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম খন্দকার এবং স্থানীয় বিএনপি নেতা উজ্জ্বল মুন্সী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের সত্য সাহার বাড়ির পাশে অবস্থিত শীতলা মায়ের মন্দির সংলগ্ন জমি থেকে প্রায় ১০ থেকে ১২টি মেহগনি গাছ কেটে নেওয়া হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার শীল জানান, অভিযুক্ত দুই নেতা মন্দিরের জমিকে সরকারি দাবি করে গাছগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ী ওবায়দুরের কাছে এক লক্ষ আট হাজার টাকায় বিক্রি করেন। তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিবাদ জানালে স্থানীয় বিএনপি নেতারা তাদের হুমকি দিচ্ছেন, ফলে মন্দির কমিটির সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে শিগগিরই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে শামীম খন্দকার বলেন, “আওয়ামী লীগের কিছু দোসর আমাদের বিতর্কিত করতে মিথ্যা নাটক সাজিয়েছে। বরং আমরা মন্দিরের উন্নয়নের জন্য নতুন কমিটি করে দিয়েছি এবং সংস্কারের জন্য অনুদান আনার কাজ চলছে। গাছ বিক্রির কোনো প্রশ্নই আসে না।”

অপর অভিযুক্ত উজ্জ্বল মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পড়ুন: ফরিদপুরে বিনা টাকায় পুলিশে চাকুরী পেলো ২৭ জন

দেখুন: ম*রতে বসেছে ফরিদপুরের কুমার নদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন