চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।
আজ রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।
আজকের ম্যাচে নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে ছিটকে গেছেন দলের সেরা পেসার ম্যাট হেনরি। তার পরিবর্তে নাথান স্মিথকে নেওয়া হয়েছে। তবে ভারতের একাদশ অপরিবর্তিত রয়েছে।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচীন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্ক, নাথান স্মিথ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।
পড়ুন : কাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, বৃষ্টিতে ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কারা