31 C
Dhaka
রবিবার, মে ২২, ২০২২

অবাধে গাছ কাটায় কমছে কৃষ্ণচূড়া গাছের সংখ্যা

বিশেষ সংবাদ

- Advertisement -


কৃষ্ণচূড়ার লাল রঙ্গে সেজেছে রাজধানী। খরতাপে নাগরিক ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে এই লাল রঙ্গের আভা। যে সৌন্দর্যে বুঁদ নগরবাসী। শহরের অলি গলিতে প্রেমের মুগ্ধতা ছড়িয়ে প্রিয়জনকে পাশে টেনে আনছে এই ফুল। তবে অপরিকল্পিত নগরায়ণ ও অবাধে গাছ কাটায় শহর থেকে নির্বাসনে যাচ্ছে চিরচেনা এসব সৌন্দর্য।

তপ্তদিনে স্বস্তি নিয়ে রঙিন ফুলে সেজেছে এই ব্যস্ত নগরী। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতির রূপ-রস মনে শান্তির সু-বাতাস বইয়ে দেয়।

যান্ত্রিক শহর যেন ধরা দেয় মায়ায় ভরা ভুবন হয়ে। নগরজীবনের গ্রীষ্ম হাজির অফুরান সৌন্দর্য নিয়ে। নাগরিক কোলাহল আর ক্লান্তি ভুলিয়ে মনকে সতেজ করে তোলার যেন কাল্পনিক ক্ষমতা রয়েছে এই ফুলের।

গ্রীষ্মের প্রচ- খরতাপে ফুল, এক টুকরো প্রশান্তি। ইটকাঠের নগর সভ্যতায় বিক্ষিপ্ত হৃদয়ে যা মুহূর্তেই এনে দেয় দেয় সজীবতা।

প্রখর তাপে ফুলগুলোও যেন ছোটায় রঙের ফোয়ারা। সজীবতায় ভরিয়ে দেয় চারপাশ। তবে অপরিকল্পিত নগরায়ন ও অবাধে গাছ কাটায় শহর থেকে নির্বাসনে যাচ্ছে চিরচেনা ফুল। তাই দিন দিন কমতে শুরু করেছে নগরীর ফুলের সৌন্দর্য।

রাজিবুল ইসলাম/ফই

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত