26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশ কত?

২০১২ সাল থেকে প্রতিবছর ২০ মার্চ ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন প্রকাশিত করে আসছে জাতিসংঘ। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী টানা আটবারের মতো শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। একজন বাংলাদেশী হিসেবে মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে বাংলাদেশের অবস্থান কত?

গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সুখীদেশের তালিকায় ১৪৭ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম। সুখী দেশের তালিকায় ৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পিছনে রয়েছ কেবল আফগানিস্তান। তবে একসময় বাংলাদেশ এই তালিকায় ১০০ এর মধ্যে থাকলেও কেন ঘটছে এই অবনতি? কেন সুখে নেই আমরা?

গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক ও একটি সম্পাদকীয় পরিষদের যৌথ উদ্যোগে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। গত তিন বছরের তথ্য বিবেচনায় মূল্যায়ন করা হয় দেশগুলোকে।

দেশের জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি এই বিষয়গুলোর ওপর পর্যালোচনা করে তালিকায় দেশের অবস্থান নির্ধারণ করা হয়। দেখা গেছে বাংলাদেশ প্রকৃতপক্ষে যেই দিকগুলোয় পিছিয়ে সেগুলোই সুখী দেশের নির্ধারক। একারণেই তো পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। এখনো অনেক মানুষ আধপেট খেয়ে জীবন পার করছেন। গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতো বেড়েছে যে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা সংগ্রামে পরিণত হয়েছে।

মৌল মানবিক চাহিদার চতুর্থ স্থানে রাখা হয় চিকিৎসাকে। তবে বাংলাদেশের স্বাস্থ্যখাতের অবস্থা দেখলে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। আবার বেসরকারি খাতে চাকচিক্য থাকলেও তার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। একারণেই দেশে একদিকে যেমন বিনা চিৎিসায় মারা যাওয়ার খবর চোখে পড়ে, তেমনি ভুল চিকিৎসায় মারা যাওয়ার ঘটনাও চোখে পড়ে।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশের শাখা টিআইবি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪ তম।

যেই দেশে জীবনযাত্রার মান নিম্ন, দুর্নীতির উচ্চ হার, সেই দেশের মানুষের সুখে থাকারও চেষ্টাও যেন এক যুদ্ধ।

এনএ/

দেখুন: সবচেয়ে সুখী দেশ কোনটি? বাংলাদেশের আরও অবনতি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন