27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ফিরলেন মির্জা ফখরুল, নববর্ষের শুভেচ্ছার সঙ্গে রাজনৈতিক ঐক্য নিয়ে বার্তা

দেশবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিমান বন্দরে পৌঁছে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।

রাজনৈতিক ঐক্যের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়েই নির্বাচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে।’

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম।

পড়ুন : স্ত্রীর চিকিৎসা নিয়ে ফেসবুকে যা লিখলেন মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন