১৫/১১/২০২৫, ২১:১৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি


সাত দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চল। ভূমিকম্পের পর ফিলিপাইন ও ইন্দোনেশিয়া- দুই দেশেই জারি করা হয়েছে ভয়াবহ সুনামির সতর্কতা। ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের পর ‘বিধ্বংসী সুনামি’ আঘাত হানতে পারে, যার ঢেউয়ের উচ্চতা হতে পারে ‘জীবনহানিকর পর্যায়ের।’ 

বিজ্ঞাপন

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউ স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু হতে পারে। ইন্দোনেশিয়া ও পলাউয়ের কিছু এলাকায় ঢেউ এক মিটার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সুনামি ঢেউ স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটের (০৩:৪৩ জিএমটি) আগেই আঘাত হানতে পারে এবং এটি কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নৌযানগুলোকে নিরাপদ দূরত্বে সাগরে অবস্থান করতে বলা হয়েছে। খবর বিবিসির।

ভূমিকম্পের কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের উপকূলে, যা ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দাভাও সিটির একটি হাসপাতালে আতঙ্কিত মানুষজন দ্রুত বাইরে বেরিয়ে যাচ্ছেন। কেউ কেউ গাড়ির পার্কিং এলাকায় চিকিৎসা নিচ্ছেন।

দাভাও ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাদেশিক গভর্নর এডউইন জুবাহিব জানিয়েছেন, ‘ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী, কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে।’ 

অন্যদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। দেশটির আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং ভাঙা বা ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

পড়ুন : আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন