০৮/০৭/২০২৫, ২০:৪২ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৪২ অপরাহ্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। সোমবার সকাল ১১টা থেকে নগরীর চাষাড়া গোল চত্বর এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনি জাতীয় পতাকা এবং ইসরাইল বিরোধী বিভিন্ন প্লে কার্ড ও ফেস্টুন দেখা যায়। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ইসরায়েল বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। একই সঙ্গে ইসরাইলী সকল পণ্য বয়কটের আহবান জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ঘুমন্ত শিশুদের ওপর নির্বিচারে বোমা বর্ষণ করে হত্যা করছে৷ ফিলিস্তিনীদের ওপর বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান। একই সঙ্গে এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের নিস্ক্রীয়তা নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েলি বাহিনীর এই গণহত্যা বন্ধ না হলে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

পড়ুন : ফিলিস্তিনের আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ

দেখুন : কাতার বিশ্বকাপে ইসরাইলকে হারালো ফিলিস্তিনি!

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন