26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সরকার আরও ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। এর বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।

অন্যদিকে, ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মির নাম গতকালই (শুক্রবার) ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে হামাস। তারা হলেন- সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন।

(বাম থেকে) সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর হামাস আড়াই শতাধিক মানুষকে জিম্মি করেছিল, যার মধ্যে এই তিনজন ছিলেন।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ‘এই মুক্তি প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে হবে, যা ফিলিস্তিনের সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার প্রতিফলন ঘটাবে।’

এনএ/

দেখুন: আবারো ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন