গাজা ও রাফায় চলমান ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মেহেরপুরে গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বামুনপাড়া পন্ডের ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শুরুর আগে পন্ডের ঘাট এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস। এতে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, “ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে। জাতিসংঘকে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।
পড়ুন : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে আহলে হাদিসের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল