ঈদ বাজারে যেন স্বস্তির আরেক ঠিকানা রাজধানীর ফুটপাতের দোকানগুলো। কম দামে মিলছে ভালো মানের পণ্য। তাই শেষ মুহুর্তের কেনাকাটার শেষ ভরসাও যেন এখানেই। তবে কারও কারও রয়েছে অতিরিক্ত দামের অভিযোগ। ক্রেতাদের সাথে সন্তুষ্টি প্রকাশ করছেন বিক্রেতারাও।
শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, শিশুদের পোশাক, লুঙ্গি, থ্রি-পিস, আবার শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা, জুতা, বেল্ট, ঘড়ি, মানিব্যাগ, চশমা সবই মেলে মাত্র ২০০ থেকে ১০০০ টাকায়। বিশেষ করে শিশদের কাপড় কিনতে সব শ্রেণিপেশার মানুষের সবচেয়ে সুবিধাজনক জায়গা এটি।
বড় বড় শপিংমলগুলোর চেয়ে তুলনামূলক কম দামে রাস্তার ভ্যনগাড়িতে করে বিক্রি করা হয় মোটামুটি মানের কাপড়। তাই ক্রেতারা বলছেন কম দামে ভালো মানের কাপড় পেতেই এখানে ভিড় জমান তারা।
এদিকে ফুটপাতের এসব ব্যবসায়ীদের দাবি পরিমাণে বেশী বিক্রির জন্যই কম লাভে বিক্রি করছেন এসব কাপড়।
তবে এসব জায়গার ইদবাজার নিয়ে কেউ কেউ আবার বলেছেন ভিন্ন কথা।
নিম্নআয়ের লোকেদের ঈদ কেনাকাটায় ভরসা ফুটপাতের এ মার্কেট । তবে তার জন্য যান এবং জনযটেরও ঝক্কিও কিন্তু পোহাতে হয় নগরবাসীকে।
এনএ/