কয়েকদিন আগেও রাজধানীর ফুটপাত ছিল চাঁদাবাজদের দখলে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পাল্টে গেছে পরিস্থিতি। এখন আর ফুটপাতে বসলে দিতে হয় না চাঁদা। ফলে স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। তাদের চাওয়া, এমন পরিস্থিতি বজায় থাক সারা বছর।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি বন্ধে কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও।
এরই মাঝে নতুন সরকারের নানা পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে নগরবাসী। একসময় যে গুলিস্থান ছিল চাঁদাবাজদের অভয়ারণ্য এখন তা অনেকটাই চাঁদাবাজমুক্ত।
হকারদের চাওয়া, এমন পরিস্থিতি বজায় থাক সারাবছর সেই সাথে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তাদেরকে।