০৮/১১/২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি, যা জানালো ফিফা

ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইসরায়েলের বিরুদ্ধে বাড়তে থাকা নিষেধাজ্ঞার দাবির মুখে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বক্তব্যে বলেন, ‘ফিফা ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তবে এটি অবশ্যই ফুটবলের ঐক্যবদ্ধ, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বজুড়ে খেলার উন্নয়ন ঘটাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজ বিশ্বের নানা সংঘাতে যারা ভুগছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রইল। এখন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো শান্তি ও ঐক্যের আহ্বান।’

ইনফান্তিনো জানান, ফিফা ফুটবলের শক্তিকে কাজে লাগিয়ে বিভক্ত পৃথিবীতে মানুষকে একত্রে আনার লক্ষ্যেই কাজ করছে।

বর্তমানে ইসরায়েল জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে খেলছে। একই সঙ্গে ক্লাব পর্যায়ে মাকাবি তেলআবিব ইউরোপা লিগে অংশ নিচ্ছে।

এর আগে, জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনিদের ওপর ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বিশ্বজুড়ে চাপ বাড়লেও ফিফা এখনও ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি বুধবার বলেছেন, ইসরায়েল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উয়েফার (ইউরোপীয় ফুটবল সংস্থা)। তিনি বলেন, ‘প্রথমত, (ইসরায়েল) উয়েফার সদস্য। যেমন আমার অঞ্চলের যেকোনো সদস্যকে নিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হয়, তাদেরও সেটি করতে হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : ৭ বদলি খেলোয়াড় নামালো ব্রাজিল, ফিফার নিয়ম কী বলে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন