Home ফুটবল বিশ্বকাপ ২০২২ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব ব্রাজিলের

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব ব্রাজিলের

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উৎসব ব্রাজিলের

নেইমারকে ফিরে পেয়েই যেন গোল উৎসবে মাতলো ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হেসেখেলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাশাপাশি নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনাল। সেখানে নেইমারদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

ম্যাচের সাঁইত্রিশ মিনিটেই ৪-০। কী বলা যায় একে? নিষ্ঠুর রসিকতা, নাকি অতি সৌন্দর্যের তীব্রতা? আগের ম্যাচে ক্যামেরুনের কাছে হারের আগুনে যেনো ছারখার দক্ষিণ কোরিয়া। গ্যালারিতে বসা কোরিয়ানদের ছলছল চোখের আকুতি যেনো, এতটা না হলেও পারত। অতটা অবশ্য হয়ওনি। ৪ গোলেই থেমেছে ব্রাজিল। অন্য পাশে ব্রাজিলিয়ানদের নাচ-গান দেখে মনে হচ্ছিল এমনই তো হওয়ার কথা। বিশ্বকাপের নকআউটে এসে কেইবা কাকে কবে করুণা করেছে।

পুরো মাঠ তখন ব্রাজিলের দখলে। ম্যাচের সাত মিনিট যেতে না যেতেই কোরিয়ান ডিফেন্স ভেঙে গোল করেন ভিনিসিয়ুস  জুনিয়র। তখনও ঠিক গোল সেলিব্রেশনে নাচের তালটা আসেনি। মিনিট ছয় পর সেই সুযোগ নিজেই করে নেন নেইমার। ডি-বক্সের ভেতর রিচার্লিসনকে ফাউলের ফলাফল পেনাল্টি। স্পট কিকে পায়ের আলত ছোঁয়ায় কোরিয়ান গোলরক্ষককে বোকা বানান নেইমার। আর একটি গোল করলেই কিংবদন্তি পেলের ৭৭ গোলের রেকর্ড ছুবেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়।

গ্যালারিতে সাম্বার ছন্দ তুঙ্গে তুলতে এরপর মঞ্চে নামেন রিচার্লিসন। থিয়াগো সিলভার পাস হেড দিয়ে রিসিভ করে নিজেই গোলের মুখ খুলে নেন নাম্বার নাইন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাকিতা। দ্বিতীয়ার্ধে কোরিয়ার সিং হু পেইক দারুণ একটি গোল শোধ করে দেন। হাজারো কোরিয়ানের ভাঙা হৃদয়ের কিছুটা সান্ত্বনার প্রলেপ যেনো।

এদিকে রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের সুবাস পেতে শুরু করেছিল জাপান। ক্রোয়েশিয়ার বিপক্ষে নিয়েছিল লিড। পেরিসিচের গোলে দুর্দান্ত কামব্যাক করে গেলবারের ফাইনালিস্ট দল।  সামুরাইদের মন ভাঙে টাইব্রেকারে। ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে এশিয়ার দলটি। কোয়ার্টার ফাইনালে এবার ক্রোয়াটদের প্রতিপক্ষ শক্তিশালি ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here