27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮৬০ বোতল ফেনসিডিল ও পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা  মাদক কারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আব্দুল কাদের (৩৪)।

রবিবার (৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৪: ৩০টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ও লালবাগ জোনাল টিম।

ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মাদক কারবারি গ্রেফতার:

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয় ও একটি প্রাইভেটকারের পিছনের ডালায় মধ্যে থেকে চারটি বস্তায় রক্ষিত অবস্থায় মোট ৮৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল কাদের আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

দেখুন: আক্রোশের শিকার সিটিসেল, ফেরত চায় লাইসেন্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন