১৫/১১/২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১০

ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মহিপাল থেকে ছেড়ে আসা মাইজদীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টমটম ও একটি হোটেলের উপর উঠে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—
১. শামীম আরা বেগম (৫০), স্বামী শহীদ উল্যাহ, গ্রাম- খুশিপুর, জায়লস্কর ইউনিয়ন।
২. মো. শ্রাবণ (২০), পিতা আবদুল মতিন, গ্রাম- দ. জায়লস্কর, জায়লস্কর ইউনিয়ন।
৩. ছামিরা (১৫), পিতা শাহিদুল, গ্রাম- দ. বারাহি গোবিন্দ, জায়লস্কর ইউনিয়ন।

আহতদের মধ্যে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং আটজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত তিনটি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা এবং আহত জীবন আরা বেগমকে (স্বামী- এনামুল হক, গ্রাম- উপদ্দি লামছি, কবিরহাট, নোয়াখালী) ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিহত ও আহতদের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বাকি আহত পরিবারগুলোকেও দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও অনুদান হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন