১০/১১/২০২৫, ২১:৫০ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২১:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর ফুলগাজীতে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা সভা

বিজ্ঞাপন


সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীর ফুলগাজীতে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী আলোচনা সভা।

বুধবার (০৮ অক্টোবর) রাতে ফুলগাজীর একটি রেস্টুরেন্টে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আলোচনার প্রতিপাদ্য ছিল— “একসাথে বলুন, মাদক নয় – জীবন হোক নির্মল। ”

বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার সহ-সভাপতি রাহাত চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজিদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের জেলা সভাপতি জসিম ফরায়েজী।

প্রধান অতিথি জসিম ফরায়েজী বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন সচেতন তরুণই পারে অন্য দশজনকে সচেতন করতে।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা শাখার সভাপতি এড.মোহাম্মদ শারীদ, সদর উপজেলার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি সোহরাব হোসেন।

তারা বলেন, মাদক আজ পরিবার, সমাজ ও জাতির জন্য সবচেয়ে বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষক, সমাজ ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আব্দুর রহিম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, ইশতিয়াক রসুল সানবিন, আজাদ হোসেন চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ডালিম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদর পাটোয়ারী, সদস্য মুহাম্মদ জোবায়ের হোসেন, জিয়া উদ্দিন তুষার, মিতুল, জিদান’সহ প্রমুখ।

আলোচনা সভায় মাদকের কুফল, শিক্ষার্থীদের প্রতি সচেতন বার্তা, এবং সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পড়ুন : ফেনীর সোনাগাজীতে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, একজন গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন