প্রায় আটদিন পর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনী জেলায়। তবে ভোগান্তি কমেনি। অধিকাংশ আশ্রয়কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। গ্রামাঞ্চলে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দিচ্ছে বিমানবাহিনী। হেলিকপ্টার দিয়ে চলছে ত্রাণ সরবরাহ, রোগী আনা হচ্ছে ঢাকায়।
পাখির চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হবে না বন্যার এই ভয়াবহতা। যেনো পানিতে ভাসছে ঘরবাড়ি আর গাছপালা।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী জেলায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে ১১ লাখেরও বেশি মানুষ। আশ্রয়কেন্দ্রে আছেন দেড় লাখের বেশি। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে।
পানি নামছে, আর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও ওষুধের। স্থানীয়দের সহায়তায় মেডিকেল স্থাপন করে চিকিৎসার পাশাপাশি সরবরাহ করা হচ্ছে ওষুধ। জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে, রোগীদের হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়।
ফেনীর কয়েকটি উপজেলার কিছু গ্রামে এখনও মানুষ পানিতে আটকে আছেন। জেলা শহরের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কগুলোতে ত্রাণ পৌঁছালেও, গ্রামীণ জনপদে পৌঁছাচ্ছে না। বিভিন্ন স্থানে আটকে থাকা অনেক মানুষ এখনো চরম ভোগান্তিতে দিন পার করছেন।