ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী যশপুর এলাকা থেকে মো. জয়নাল আবেদীন (৪০) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক জয়নাল আবেদীন ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর এলাকার মুন্সী আবুল খায়েরের ছেলে।
বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, গত ২০ দিন ধরে জয়নাল সীমান্ত এলাকায় অবস্থান করে হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে এনএসআই’র ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি সীমান্ত দিয়ে অবৈধ মালামাল প্রবেশ করছে বলে মিথ্যা তথ্য দিতেন এবং বিজিবিকে চাপের মধ্যে ফেলে সতর্ক অবস্থানে যেতে বলতেন।
তিনি আরও জানান, জয়নাল প্রকৃতপক্ষে চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে সীমান্তে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় বিজিবি তার গতিবিধি নজরে রেখে অবস্থান নিশ্চিত করে তাকে আটক করে।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, গত কয়েকদিন ধরে ভুয়া এনএসআই পরিচয়ে ফোন দিয়ে সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন জয়নাল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করে বিজিবি ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগসহ সোপর্দ করে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৫ মে) রাত ৩টার দিকে জয়নাল আবেদীনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএ/