ফেনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ বোতল বিদেশী মদ, একটি সুইচগিয়ার ছুরি, একটি চাপাতি, একটি লোহার দা ও একটি লম্বা ছুরিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ মে) রাতে ফেনী জেলা ডিবি পুলিশের এসআই তানভীর মেহেদীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাউদপোল খাজা আহাম্মদ পৌর মার্কেটের কাঁচাবাজার সংলগ্ন একটি দোকান থেকে এসব মাদক ও অস্ত্রসহ এক নারীকে আটক করে।
গ্রেপ্তারকৃত নারীর নাম সাদিয়া আক্তার (২৩)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার মদনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি খাজা আহাম্মদ মার্কেটের ১১ নম্বর দোকানে অবস্থান করছিলেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ডিবি টিমের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। নারী পুলিশ সদস্য এএসআই রিংকু বড়ুয়ার মাধ্যমে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি সাদা ও গাঢ় নীল রঙের ঢাকনাযুক্ত ড্রামের ভেতর থেকে ৪০ বোতল বিদেশী মদ ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পরে এসআই তানভীর আলামতগুলো জব্দ করে সাক্ষীদের স্বাক্ষরসহ জব্দ তালিকা তৈরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাদিয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এবং অস্ত্রগুলো অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য তার হেফাজতে রেখেছিলেন।
ঘটনার পর এসআই তানভীর বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এনএ/