ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অভিযানে ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (০২ জুন) ফেনী ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, ট্রাউজার, জিন্স প্যান্ট, চকলেট ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ১৯ হাজার ৩৬৬ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী ব্যাটালিয়নের টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত অঞ্চলে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে বিজিবি।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এনএ/