০৮/০৭/২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

ফেনী সীমান্তে বিজিবির অভিযান: ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, আটক ১৭৩টি গরু

ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (০৪ জুন ২০২৫) পরিচালিত এ অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও টি-শার্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ ৪ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এছাড়া পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এপ্রিল মাস থেকে ৪ জুন পর্যন্ত পৃথক অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা মোট ১৭৩টি গরু আটক করেছে বিজিবি। জব্দকৃত গরুর সিজার মূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকা।

৪ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

পড়ুন: পটুয়াখালীর দুমকীতে হাসি বেগমের মাথা গোঁজার ঠাইটুকুও কেড়ে নিল কালবৈশাখী

দেখুন: কেন বেশি দামে পশুর হাটের ইজারা নিলেন নেতারা

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন