০৮/০৭/২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ

৪ যুবকের অত্যাচারে অতিষ্ঠ ১৮ নম্বর ওয়ার্ডবাসী, ফেনীতে মানববন্ধন

ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চার যুবকের নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।

আজ বুধবার (৪ জুন) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তারা মানববন্ধন করে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

অভিযুক্তরা হলেন—রিয়াজ উদ্দিন মজুমদার টুটু, তার ভাই সাইফ উদ্দিন মজুমদার মঞ্জু, তৌফিকুল আলম মজুমদার শিশু ও আরিফ উদ্দিন মজুমদার মিনার। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও জমি দখলের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আদালতের আদেশও উপেক্ষা করেন তারা, অথচ প্রশাসন নির্বিকার।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বিলকিছ আক্তার বলেন, “চাঁদা না দেয়ায় মামলা দিয়ে হয়রানি করছে। আমার মেয়ে স্কুলে যেতে ভয় পায়।”
অপর এক বাসিন্দা নজরুল ইসলাম জানান, “আমরা সমিতির মাধ্যমে জমি কিনে কাজ শুরু করতে গেলেই বাধা দেয়। চাঁদা ছাড়া কাজ করতে দেবে না বলেছে।”

ভুক্তভোগী জহিরুল ইসলাম হৃদয়, মো. জাকের স্বপন, আবসার হোসেন, বিলকিছ আক্তার, আসমা আক্তার, লাইজু আক্তারসহ শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা এ দুষ্টচক্রের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এনএ/

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন