ফেনীর দাগনভূঞা পৌরসভা ও সদর ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের অভিযোগে ৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৯ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।
মোবাইল কোর্টে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানো এবং কৃষি জমির উর্বর স্তরের মাটি কাটার অপরাধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পড়ুন: ফেনীতে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে
ইম/


