যেসব দল ফ্যাসিবাদ বিরোধী ছিলো এবং জামায়াত এনসিপি সহ এখন যারা যেসব দাবি তুলছেন নির্বাচনের আগেই আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে এবং আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আপনারা ভোট দেওয়ার প্রস্তুতি নিন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরার মহম্মদপুর উপজেলার রাড়িখালি হাইস্কুল মাঠে এক আলোচনা ও স্বরণ সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আবু তৈয়ব মোল্যা দুই বছর আগে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে শাহাদাত বরণ করেন। তার দ্বিতীয় শাহাদাত বার্ষীকিতে দোয়ার অনুষ্ঠানে যোগ দেন এই নেতা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন শহীদ আবু তৈয়েব মোল্যার পিতা শিক্ষক আবু কালাম মোল্যা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রোকনুজ্জামান ও এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, বিএনপি নেতা মৈমুর আলী মৃধা, ছাত্রদল নেতা আল আমিন ফারাবি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন:http://ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে মাগুরায় বিএনপির বিজয় র্যালী


