26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

ফের কর্মবিরতিতে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে ঘোষণা দিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা বলছেন, রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

জুনিয়র চিকিৎসকরা বলছেন, রাজ্য সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও তা নিশ্চিত করেনি। আমরা এখনো ন্যায়বিচার পাব কি না তা নিয়ে সন্দেহে রয়েছি। এ ছাড়া আমাদের ১০ দফা বাস্তবায়ন করতে হবে।

দাবিগুলো হলো- আরজি করে ধর্ষণ ও হত্যার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সব সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা, হাসপাতালের খালি শয্যার মনিটরিং ব্যবস্থা চালু করা, ছাত্রসংসদ নির্বাচন, হাসপাতালগুলোর শূন্যপদ পূরণ করা, আন্দোলন দমাতে হুমকিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, দ্রুত সব হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি ক্যামেরা বসানো এবং জরুরি মুহূর্তে সাহায্য প্রার্থনায় প্যানিক বোতামের ব্যবস্থা করা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন