১৫/১১/২০২৫, ২১:৫৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেসবুকে ভিডিও বার্তা দিলেন শহিদুল আলম, জানালেন সর্বশেষ অবস্থা

গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহরের একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনার পর নৌবহরে অবস্থানরত বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রকাশিত ওই ভিডিওতে তিনি জানান, উত্তাল সমুদ্রের কারণে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই বহরে মোট ৪৩টি জাহাজ ছিল। শহিদুল আলম ছিলেন ‘কনশানস্’ নামের একটি জাহাজে। বাংলাদেশ সময় বুধবার রাতের শেষ ভাগে নৌবহরটি গাজা উপকূলে পৌঁছালে ইসরায়েলি সেনারা জাহাজগুলোতে উঠে ত্রাণবাহী জাহাজ ও তাতে থাকা অধিকারকর্মীদের আটক করা শুরু করেন। পরে তাদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে দেশটির সেনারা। জাহাজগুলো বন্দরে পৌঁছালে শিগগিরই জাহাজে থাকা ব্যক্তিদের ইউরোপে পাঠানোর ঘোষণাও দেয়া হয়।

এই ঘোষণার কিছুক্ষণ পর শহিদুল আলম ফেসবুকে ইংরেজিতে ভিডিও বার্তা দেন এবং ক্যাপশনে লেখেন, ‘সমুদ্র প্রচণ্ড উত্তাল। একটু আগে বমি করলাম, এখন শুয়ে আছি।’ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বমির পরপরই লাইভে আসা খুব স্বাভাবিক কিছু নয়। আমি এখন মেঝেতে শুয়ে আছি। তাই ক্যামেরাটা ঘুরিয়ে ধরছি, দেখি এবার ঠিকভাবে দেখা যায় কি না। আশা করি, আপনারা দেখতে পাচ্ছেন।’

শহিদুল জানান, ভিডিও করার কিছু সময় আগে তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকার চলাকালীন বা তার পরপরই জাহাজটি দুলতে শুরু করে এবং তিনি অসুস্থ বোধ করেন। তবে তিনি আশ্বস্ত করেন যে তিনি ঠিক আছেন।

তিনি আরও জানান, জাহাজে একজন চিকিৎসক তার দেখাশোনা করছেন। সমুদ্র এখনো বেশ উত্তাল, তবে বাইরে এখনো আলো আছে। শহিদুল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আশা করি, আমরা দ্রুত এই পরিস্থিতি পার করে উঠতে পারব। আমি ভালো আছি। এটা একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা।’

বিজ্ঞাপন

পড়ুন :গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন