27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থেমে নেই তাই সকলকে সজাগ থাকতে হবে : সাইফুল ইসলাম ফিরোজ

ঝিনাইদহ কালীগঞ্জের বারবাজার হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে ইফতার ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দেশ ও দেশের গনতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে বারবাজার ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতারপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিগত ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে এদেশের মানুষকে এক বন্দিশালার মত করে রেখেছিল।

ভিন্ন মত ও আদর্শে ওপর চালিয়েছিল নির্মম নির্যাতন। হামলা মামলা দিয়ে সকল দেশপ্রেমিক নাগরিকদের কন্ঠরোধ করতে ফ্যাসিস্টদের চালানো নিষ্ঠুরতায় এখনও মানুষ আতকে ওঠে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক অথচ সেই পরিবারের ওপর চালানো নির্যাতন এদেশের মানুষ ভুলে যায়নি। শুধু জিয়া পরিবার নয় যারা তাদের বিপক্ষে কথা বলেছে তাদের জায়গা হয়েছে হয় কারাগারে না হলে হত্যার শিকার হতে হয়েছে। তাইতো এদেশের ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জুলুমবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইফতারপূর্ব সমাবেশে নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সেই স্বৈররানী শেখ হাসিনা এখনও বসে নেই। পালিয়ে থেকেও তাদের অতীতের রাজনৈতিক সহযোগী ও দোসরদের মাধ্যমে এ দেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কাজেই সকলকে সজাগ থাকতে হবে।


কেন্দ্রিয় এই নেতা আরও বলেন, দেশের উন্নয়ন ও গনতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কেননা নির্বাচন কাল বিলম্বে দেশের মানুষ আপনাদের প্রতিও আস্থা হারিয়ে ফেলছে। তিনি উপস্থিত হাজার হাজার নেতাকর্মিদের উপস্থিতির মধ্যেও অত্যন্ত শৃংখলার মধ্যদিয়ে ইফতার মাহফিল সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান।


এ সময় আরও বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ছাড়াও ফ্যাসিবাদ আন্দোলনসহ দেশের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সে সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন: ঝিনাইদহে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর

দেখুন: ঝিনাইদহে ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন