24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ফ্যাসিবাদের অনুসারীরা শোভাযাত্রার মুখায়ব পুড়িয়েছে : সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে, তারা জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসররা শোভাযাত্রার মুখায়ব পুড়িয়েছে। তাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় সিলেট সার্কিট হাউজে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

দুষ্কৃতকারীদের সতর্ক করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেপ্তার করা হবে।

তিনি বলেন, জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব।

গতকালের ঘটনার প্রেক্ষিতে সিলেট সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধুমাত্র বৈশাখকে কেন্দ্র করে, যা দেশকে নতুনভাবে চিনবে মানুষ।

চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখ আয়োজনে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।

পড়ুন : সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন