০৮/০৭/২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

ফ্যাসিবাদ গেছে, কিন্তু গণতন্ত্র এখনো অধরা: গয়েশ্বর চন্দ্র রায়

ফ্যাসিবাদ গেছে, কিন্তু এখনো গণতন্ত্র অধরা— মন্তব্য বিএনপি নেতাদের। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এখনও চলছে বিএনপির লড়াই— এমন মন্তব্য করে দলটির শীর্ষ নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচন না হলে সংকট শুধু বাড়বে।

রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জিয়াউর রহমানের সমাধিস্থলে এ সময় ভিড় করেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন—দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করা গেলেও, জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে।

এদিকে ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির  আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন— সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে, দেশে ততদিন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে।

এছাড়া, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন— তরুণ প্রজন্মই এবার নতুন আন্দোলনের পথ দেখাবে।

গণতন্ত্র, ভোটাধিকার ও মিডিয়ার স্বাধীনতা— এসব দাবিতে সরকারবিরোধী আন্দোলনের গতি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি।

এনএ/

দেখুন: ‘আমরা এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব’

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন