17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান

এবার ইরান সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে।

গতকাল শনিবার (১২ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা আইএসএনএ বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলো ইরানের সংবাদ সংস্থা ইসনাকে জানিয়েছে, ‘মোবাইল ফোন ছাড়া যেকোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে।’

লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত হয়। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এবং এ ঘটনার তিন সপ্তাহ পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন