পাকিস্তানি বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’ বাংলাদেশে ফ্লাইট চালানোর আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান যে, এয়ার সিয়াল বাংলাদেশ সরকারের কাছে ফ্লাইট চালুর জন্য আবেদন করেছে, যা বর্তমানে বিবেচনা করা হচ্ছে।
এয়ার সিয়ালের সঙ্গে সম্পর্কিত এক বিবৃতিতে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসাইন জানিয়েছেন, ফ্লাই জিন্নাহ বর্তমানে তাদের বহর সম্প্রসারণের অপেক্ষায় রয়েছে, এবং অনুমোদন পেলে এয়ার সিয়াল দুই মাসের মধ্যে ঢাকা-ইসলামাবাদ রুটে তাদের ফ্লাইট চালু করতে পারে। তিনি আরো বলেন, সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলে তা দুই দেশের পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।
বিগত বছরগুলিতে পাকিস্তান ও বাংলাদেশ মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ ছিল। ২০১৮ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) যাত্রীসংখ্যা কম এবং আর্থিক ক্ষতির কারণে ঢাকা-ইসলামাবাদ রুটে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়। তবে সম্প্রতি এফপিসিসিআই (ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) নতুন করে সরাসরি বিমান যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে আলোচনা শুরু করেছে। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ ঢাকা সফরকালে তিনি দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর জন্য জোর দেন।
এয়ার সিয়াল ২০১৫ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য লাইসেন্সপ্রাপ্ত। ফ্লাই জিন্নাহ এবং এয়ার সিয়ালের মতো বিমান সংস্থাগুলি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আরও ব্যবসায়িক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে সহায়ক ভূমিকা পালন করবে।
পড়ুন: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা জাতিসংঘের আন্ডার সেক্রেটারির
দেখুন: ৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে |
ইম/