১০/১১/২০২৫, ২২:০০ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় মদ্যপানে চারজনের মৃত্যু, একজন হাসপাতালে

বিজ্ঞাপন

বগুড়ায় দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানের কারণে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন চিকিৎসাধীন রয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) ও আল কাফী (৩০)। এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০) এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যান নাছিদুল ইসলাম (২৭)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া চারজনই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তারা হলেন—মিজানুর রহমান লিটন, নাছিদুল ইসলাম, আব্দুল মানিক ও আল কাফী। বর্তমানে একই গ্রামের রঞ্জু মিয়া (২৮) শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি শফিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যায় বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরবর্তীতে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নেন। কিন্তু অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম এবং আজ (১০ অক্টোবর) দুপুরে আব্দুল মানিক ও আল কাফী মারা যান।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : বগুড়ায় ওসি কৃপা সিন্দু বালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন