বিজ্ঞাপন
বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া- রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার রহবল পুর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান(১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার(১৮)।
বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহিদ উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন তিনটি মোটর সাইকেল নিয়ে কয়েকজন কিশোর মহাসড়কে রেসলিং করছিল। এসময় দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেঘে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত আরো একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


