26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা

এবার আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতিবছর এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকেই এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে। আক্রমণের শিকারও হয়েছেন অনেকে।

সরকারি ছুটি নেই, তবে, আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে, এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা সুনশান। স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ।

বাইরে সুসজ্জিত অনেকে লাঠিসোঠা নিয়ে। শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, তারাই পড়েছেন আক্রমণের মুখে।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারও কারও অভিযোগ, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে, বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরাও।

অবস্থান নেয়াদের মধ্যে অনেকে জানান, আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন।

এদিকে, আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা।

এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও, তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন