গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ’র নেতৃবৃন্দ।
সমাধিস্থলে সূরা ফাতেহা পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। উপস্থিত ছিলেন, মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়ন সিবিএ সভাপতি মোহাম্মদ আইয়ূব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকরী সভাপতি মো. শাহজাহান সহ অন্যরা।