28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রোগ্রামে জাসাস নেতা অতিথি

সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পূর্ব নির্ধারিত একটি ‘মাইজভান্ডারী দর্শন’ গানের অনুষ্ঠানের ধারণের সিডিউল ছিল। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনাকারী ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সাংস্কৃতিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ। এতে অতিথি হিসাবে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এম এ মুছা বাবলু।

এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে উঠে চট্টগ্রাম নগর জাসাসের নেতাকর্মীরা। বিষয়টি কেন্ত্র পর্যন্ত গড়ায়। আজ কারন দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রিয় জাসাস। নোটিশে এম এ মুছা বাবলুকে আগামি ৫ দিনের মধ্যে আহবায়ক সদস্য সচিব বরাবর লিখিত জবাব দেয়ারও অনুরোধ করা হয়।

পরে সমাঝোতার মাধ্যমে অনুষ্ঠান ধারন সম্পন্ন হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এম এ মুছা বাবলুকে কারন দর্শানোর নোটিশের বিষয়টি স্বীকার নগর জাসাসের সদস্য সচিব মামুনুর রসিদ সিপন বলেন, এ ঘটনায় নগর জাসাস নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ ।

জাসাস চট্টগ্রাম মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর বিটিভির আশেপাশে যেতে পারিনি। আমাদের শিল্পীরা রাস্তা-ঘাটে প্রোগ্রাম করেছেন। এমনকি জাতীয় কন্ঠশিল্পী আব্দুল মান্নান রানার মতো লোকেরা বিটিভিতে জায়গা পাননি।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন