23 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানবাহনের ধীর গতি, দক্ষিণের প্রবেশপথে নেই যানবাহনের চাপ

একদিন পরই পবিত্র ঈদুল আজহা। নাড়ির টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। উত্তরের যাত্রায় যানজটে কিছুটা ধীরগতি থাকলেও, দক্ষিণে ফাঁকা সড়ক।

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে অতিরিক্ত পরিবহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায়, ৮ কিলোমিটার অংশে ধীরগতিতে চলছে যানবাহন। এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত সড়‌কে, কোথাও যানজট আবার কোথাও ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে গাড়ি।

এর মধ্যেই বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকার টোল। এ সময়ে ছোট-বড় বিভিন্ন ধরনের ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে।

এদিকে, গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানায় আজ থেকে ছুটি শুরু হওয়ায়, যাত্রী চাপ বেড়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়ক থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন।

কালিয়াকৈর-নবীনগর সড়কে কবিরপুর থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈরে খাড়াজোরা পর্যন্ত দেখা গেছে যানজট। অভিযোগ আছে বেশি ভাড়া নেওয়ার।

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই স্বাভাবিক। সকালে মহাসড়কের কুমিল্লা অংশে কোথাও গাড়ির চাপ দেখা যায়নি। পুরো অংশই ফাঁকা।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ও টিকেট কালোবাজারি বন্ধে মাঠে আছে প্রশাসন।

শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছেন কয়েকডজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন