25 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ তথ্য উপদেষ্টার

বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজটি আমরা সবাই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে।

আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, আমরা সবাই জানি একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময় বিদ্যমান যে সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম। কিন্তু যদি আমাদের মনে হয় এই সেটআপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেটআপে অসন্তুষ্ট, তাহলে এ বিষয় নিয়ে আমরা ভাববো এবং পুনর্মূল্যায়ন করছি।

‘রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এ প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন অংশীজনের সঙ্গে আমরা আলোচনা করছি। আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়ত আসবে।’

তিনি বলেন, ‘তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলা। এটি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমরা জনগণের প্রতি আহ্বান রাখছি যাতে সচেতন থাকি, শান্ত থাকি। কোনো ধরনের সুবিধাভোগী গোষ্ঠী বা নানা ধরনের যে দেশি-বিদেশি চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে, এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যাতে তারা সুবিধা নিতে পারে। সে বিষয়ে আমাদের সবাই সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের সংবিধান, নিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সেটআপে পরিবর্তন আনতে হলে আনবে।

রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিককরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অপসারণ-এ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা চলছে। জনশৃঙ্খলা নিরাপত্তা গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার দরকার নাই। পতিত ফেসিবাদি শক্তি মিছিল করছে, মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছাত্র-জনতার পক্ষ থেকে একটা আল্টিমেটাম দিয়েছেন। আমরা আমদের জায়গা থেকে একটা সে বিষয় নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় নেই। আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত যেতে পারব, মানে রাষ্ট্র ও জনগণের পক্ষ যাবে সেসময় সিদ্ধান্ত নিব। এরপর সকলকে জানাব।

তবে বঙ্গবভনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই, জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে হওয়া আন্দোলন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজটি আমরা সবাই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। তাই সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন