27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

১০ বছরের মধ্যে জেন-জি হবে সবচেয়ে ধনী

আগামী ১০ বছরের মধ্যে সবচেয়ে ধনী প্রজন্মে পরিণত হতে যাচ্ছে জেন-জি। ২০৩৫ সালের মধ্যে জেন-জি প্রজন্ম ৩৬ ট্রিলিয়ন ডলার আয় করবে। ২০৪০ সালের মধ্যে তা হয়ে যাবে দ্বিগুণেরও বেশি- ৭৪ ট্রিলিয়ন ডলার। তখন এ প্রজন্ম হবে বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ।

১৯৯৭ থেকে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তাদের বলা হয় জেন-জি প্রজন্ম।

সারা পৃথিবীতে চলছে জেন-জি প্রজন্মের স্বর্ণ যুগ। রাজনীতি থেকে অর্থনীতি সব জায়গায় চলছে তাদের নেতৃত্ব।

এর মধ্যে ব্যাংক অব আমেরিকার গবেষণা প্রতিবেদনে আসলো নতুন তথ্য। নিউ ইয়র্ক পোস্টের বিশ্লেষণে বলা হয়, বর্তমানে জেন-জি ধুঁকছে ঋণের চাপে, আর্থিক সংকটে, জীবনযাত্রার ব্যয়ে, চাকরির অভাবে। একই সমস্যায় জেন-জি দের পূর্ববর্তী প্রজন্ম মিলেনিয়ালরা ভুগেছে। তবে জেন-জি প্রজন্মের ভাগ্য এমন থাকছে না। আগামী ১০ বছরের মধ্যেই প্রজন্মটি কেবল ঘুরেই দাঁড়াবে না বরং পরিণত হবে সবচেয়ে ধনী প্রজন্মে।

ব্যাংক অব আমেরিকার প্রতিবেদনের ব্যাখ্যা দিতে গিয়ে বিশেষজ্ঞ আমানদা ফ্রান্সেস বলেন, ‘প্রথমত, জেন-জি প্রজন্ম মাত্রই আয় করা শুরু করেছে। দ্বিতীয়ত, ডিজিটাল ব্যবস্থা, প্রযুক্তি,ই-কমার্স, কন্টেন্ট ক্রিয়েশন, এআই চালিত ব্যবসা তাদেরকে বিপুল অর্থ আয়ের পথ দেখাবে।’ 

ব্যাংক অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, জেন-জি হচ্ছে ‘খরুচে প্রজন্ম।’ প্রয়োজনে ও নিজেদের চাহিদা মেটাতে এ প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি খরচ করে। এখন তো সঞ্চয়ের চেয়ে খরচ বেশি করে।

এমন পরিস্থিতির পরেও ব্যাংক অব আমেরিকার প্রতিবেদনটি মনে করে ঘুরে দাঁড়াবে জেন-জি প্রজন্ম। কারণ জেন-জি ‘অতি শিক্ষিত।’

জেন-জি প্রজন্মের শিক্ষিতের হার পূর্ববর্তী প্রজন্মের চেয়ে বেশি। যা আয় ও চাকরির সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাকরির এই কঠিন বাজারেও প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেন-জির মজুরি বেড়েছে ৮ শতাংশ। এক্ষেত্রেও তাঁরা পেছনে ফেলেছে সিনিয়র প্রজন্মকে।

এনএ/

দেখুন: নির্বাচনের বছরে উন্নয়নে ব্যয় পৌনে ৩ লাখ কোটি টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন