26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

‘একশ বছর পিছিয়ে আছে দেশের শিক্ষাব্যবস্থা’

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের তুলনায় একশ বছর পিছিয়ে। ৩য় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বক্তারা এমন মন্তব্য করেছেন। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা প্রণয়নের তাগিদ দেন তারা।

শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের মূল্যবোধ বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। অথচ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আর্ন্তজাতিক মানদন্ডে প্রায় ১০০ বছর পিছিয়ে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক ৩য় আনর্তজাতিক শিক্ষা সম্মেলনে, মূল বক্তা হিসেবে দেশের শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। বলেন জাতিগঠনে সুযোগ তৈরী করতে হবে তরুণদের জন্য। সামাজিক ব্যবধান নয় বরং সাম্য ও ন্যায়ের সমাজ গড়তে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফসর ড আমিনুল ইসলাম ক্ষুধা, পরিবেশ দূষণ ও জাতিগত বৈষম্যকে বিশ্ব শান্তি আন্তরায় হিসেবে দায়ী করেন।

নিয়মিত পড়ালেখার পাশাপাশি ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ওপর দক্ষতা অর্জনে আহ্বান জানান তারা। আশা রাখেন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারই আর্ন্তজাতিক শিক্ষাঙ্গনে বাংলেোদশের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবে।

এনএ/

দেখুন: ১৭ বছর ধরে ‘ঘুমিয়ে’ কে এই সৌদি যুবরাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন