ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের তেতো অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। তবে দলীয় ব্যর্থতার মাঝেও তানজিদ তামিম ও শেখ মেহেদী হাসান পেয়েছেন বড় সুখবর।
বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে দুই বাংলাদেশি ক্রিকেটার উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা তানজিদ তামিম ব্যাটারদের তালিকায় ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উঠেছেন। এটি বর্তমানে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।
অন্যদিকে, বোলারদের তালিকায় শেখ মেহেদী হাসান এগিয়েছেন ৬ ধাপ, এখন তার অবস্থান ১৮তম।
তবে অন্য ব্যাটারদের জন্য র্যাঙ্কিং হালনাগাদ সুখবর বয়ে আনেনি।
- সাইফ হাসান ৯ ধাপ পিছিয়ে ২৯তম
- তাওহীদ হৃদয় ৩ ধাপ পিছিয়ে ৪৬তম
- পারভেজ হোসেন ইমন ৪ ধাপ পিছিয়ে ৫৮তম
- জাকের আলি ২ ধাপ পিছিয়ে ৬৪তম
বোলারদের মধ্যে অবনতি ঘটেছে মুস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজনের।
মুস্তাফিজ ১ ধাপ পিছিয়ে ১২তম (তবুও বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে)
- রিশাদ হোসেন ২৬তম
- নাসুম আহমেদ ৩০তম
- তাসকিন আহমেদ ৪০তম
- শরিফুল ইসলাম ৫০তম
- হাসান মাহমুদ ৭৬তম
অন্যদিকে, তানজিম হাসান সাকিব ৩ ধাপ উন্নতি করে ৩৪তম স্থানে উঠে এসেছেন।
পড়ুন: এশিয়া কাপ বিতর্কে শাস্তি পেলেন ৪ ক্রিকেটার
আর/


