39.5 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

বন্দিদের মুক্তি না দিলে গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার (১৫ ফেব্রুয়ারি) ইসরায়েলি বন্দিদের মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছে। যার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যদি শনিবারের মধ্যে হামাস সেখানে আটক থাকা জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন।

প্রথমে কথা ছিল যে হামাস শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে, কিন্তু এখন নেতানিয়াহু সমস্ত জিম্মির মুক্তির দাবি জানিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। নেতানিয়াহু বলেন, শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে এবং হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না।

নেতানিয়াহুর এই বার্তার পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণে গাজা সীমান্তে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এবং নির্দেশ পেলেই অভিযান শুরু হবে।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এই চুক্তির মধ্যে জিম্মি বিনিময়, স্থায়ী শান্তি এবং ইসরায়েলি বাহিনীর গাজা থেকে প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েল চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ করেছে। ফলে যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এনএ/

দেখুন: সাজার মেয়াদ শেষ হলেও কারাগারে বন্দি ১৫৭ বিদেশি























































Message Copilot

























Message Copilot

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন