১৯/০৬/২০২৫, ০:২৫ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:২৫ পূর্বাহ্ণ

বন্ধুকে বিশ্বাস করে নিঃস্ব অভিনেত্রী পূজা, দর্শকদের কাছে চাইলেন সাহায্য

এক সময় বাংলা ছবিতে বেশকিছু কাজ করে দর্শকের মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। এরপর হিন্দি ধারাবাহিকেও দেখা যায় তাকে। মাঝে অভিনেতা কুণাল বর্মার সঙ্গে বিয়ে এবং মা হওয়ার পর মাঝে বেশকিছুদিন অভিনয় দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন পূজা।

টালিউডে তার ছবির সংখ্যা কম হলেও তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা। যে কয়টি ছবি করেছেন, সবই কমবেশি হিট। এবার বন্ধুর জন্য বিপদের মুখে পড়লেন অভিনেত্রী ও তার স্বামী।

সম্প্রতি পূজা জানান, তাদের সব টাকা খোয়া গেছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।তাদের কথায়, ‘গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা গেছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’

এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

পড়ুন: বাঁধনের কথায় কেন হতাশার ছাপ

দেখুন: সাভারের গনস্বাস্থ্য কেন্দ্রে নিথর দেহে ডা. জাফরুল্লাহ চৌধুরী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন