27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বন্ধুত্ব চাইলে দাদাগিরি বন্ধ, আগে তিস্তার পানি: ভারতকে ফখরুল

বন্ধুত্ব চাইলে ভারতকে দাদাগিরি বন্ধ করে আগে তিস্তার পানি দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে তিনি এসব কথা বলেন।

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে।  বিশাল বিশাল প্যান্ডেল ও শতাধিক তাবু টানানো হয়েছে। দুপুর গড়িয়ে জনসমুদ্রে পরিনত হয় তিস্তা নদী পাড়।

বেলা ৩টার দিকে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এসময় তিনি বলেন, গত ১৫ বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ।

বিএনপির মহাসচিব মন্তব্য করেন, আমাদের মূল লক্ষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছে নির্বাচন দিলে তা আর হবে না।

উত্তরের ৫টি জেলার ১১টি পয়েন্টে পৃথক পৃথকভাবে বক্তব রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তিস্তা নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন তারা।

দুই দিন ব্যাপী প্রতিটি পয়েন্টে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপিসহ অন্যান্য দলের নেতারা। মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান হবে। সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এনএ/

দেখুন: বেশ কিছু দাবিতে কর্মীদের বিক্ষোভ; সাভারের ৪০ গার্মেন্টস বন্ধ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন