26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

বন্যায় ১৮ জেলায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী

বন্যায় সারা দেশে পানিবন্দি প্রায় ২০ লাখ মানুষ। বন্যা দূর্গত ১৮ জেলায় ৩ হাজার আশ্রয় কেন্দ্রে  ৪০ হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছেন। জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।

আজ রবিবার (৭ জুলাই) দুপুরে সচিবালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বন্যা কবলিত জেলাসহ সব জেলায় চাহিদার চেয়ে বেশি ত্রান মজুদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী তা বিতরণ করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তিস্তার বিষয়ে ভারত ও চীন সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যাদুর্গতদের জন্য ৩ হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গতদের জন্য ১৮ জেলায় ২১ হাজার ৭০০ টন চাল, নগদ ৫ কোটি ৪৭ লাখ টাকা, ৬৫ হাজার ৫০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার, গো-খাদ্য বাবদ ৪০ লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন