26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান অপু বিশ্বাসের

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যার কারণে দীর্ঘদিন শুটিংয়ে দেখা যায়নি এই নায়িকাকে। এবার বিরতি ভেঙে শুটিংয়ে অংশ নিচ্ছেন অপু বিশ্বাস।

ফের টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। চিন্তার ভাঁজ দেখা গিয়েছে শোবিজ তারকাদের ফেসবুকেও। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মানুষের পাশে দাঁড়ানোর স্ট্যাটাস দিয়েছেন তারা।

পিছিয়ে নেই ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির কিছু ছবি শেয়ার করে সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন