বন্যা পরবর্তী পানিবাহিত রোগ বাড়ছে। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও হেপাটাইটিসের মতো রোগের সংক্রমণের শঙ্কা বাড়ছে। এমন সংকটে প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি বলেও মনে করেন তারা।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশকিছু এলাকা জুড়েই দেখা দিয়েছিলো স্মরণকালের ভয়াবহ বন্যা। এখনো সবস্থান থেকে পানি না সরে গেলেও কিছু কিছু স্থানে নেমে গেছে পানি। পানির তোড়ের পর এবার শঙ্কা জাগাচ্ছে রোগবালাই।
বন্যাকবলিত এলাকায় প্রকট হয়ে ওঠে বিশুদ্ধ পানির অভাব। পানিতে মানুষ ও পশুপাখির মলমূত্র, আবর্জনা, এমনকি মৃতদেহের অবশেষও যায় মিশে ছড়িয়ে পড়ে নানা জীবাণু।
চিকিৎসকরা বলছেন, এসব এলাকায় বিশুদ্ধ পানির অভাবে দেখা দিতে পারে ডায়রিয়া, কলেরা, জন্ডিস, কাশি, জ্বর, নিউমোনিয়া, ত্বকে ছত্রাক, খোসপাঁচড়া, শ্বাসতন্ত্রের নানা রোগসহ বেশ কিছু পানিবাহিত রোগ।
এই সংকট মোকাবিলার উপায়বা কি? বিশুদ্ধ পানি পান, ডায়রিয়া হলে সেলাইন পান করা। চিকিৎসকের পরামর্শ নেয়া, প্রয়োজনে হাসপাতালে যাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।
তবে সংকট মোকাবিলায় পরিবার, রাষ্ট্র এমনকি ব্যক্তি পর্যায় থেকেও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলেও মনে করেন তারা।